কুষ্টিয়ায় একজনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা শাহরুখ খান পিয়াস হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৪ জুন) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা দায়রা ও জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে টুটুল হোসেন(২৫) এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত লাহিনী ক্যানাল পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও জুগিয়া কদমতলা এলাকার মুনতাজ প্রামানিকের ছেলে মোশারফ হোসেন (৩০)। সেইসঙ্গে টুটুলকে ২০ হাজার টাকা ও বাকি দুইজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
পিয়াস কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহ-সভাপতি ও হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী গণমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০১৫ সালের ১০ জুলাই বিকেলে শহরের হরিশংকরপুর এলাকার নিজ বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে ছাত্রলীগ নেতা শাহরুখ খান পিয়াসকে গুলি করে হত্যা করে টুটুল ও তার সহযোগীরা। ঘটনার দিন রাতে পিয়াসের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের এই দণ্ডাদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৪, ২০১৮)