রাজধানীতে পাঁচ দোকানকে ৯২ হাজার টাকা জরিমানা
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর চকবাজারের পাঁচ ইফতার বিক্রি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া কারাদণ্ড দেয়া হয়েছে এক প্রতিষ্ঠানের মালিককে।
রমজান মাসজুড়ে চলমান ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানর নেতৃত্বে ডিবির একটি দল এটি পরিচালনা করে।
এসময় ‘বড় বাপের পোলায় খায়’ দোকানের মালিক মো. হোসেনকে (৪৫) পোড়া তেল ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও পরিবেশনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ‘মিম শাহী মোরগ পোলাও রেস্তোরাঁ’র মালিক আবুল কালামকে (৩০) ১০ হাজার টাকা, ফুটপাতের ইফতারি দোকানদার শহীদকে (৬৫) ১০ হাজার টাকা, ‘বিসমিল্লাহ কাশ্মীরি কাবাব অ্যান্ড বিরিয়ানি’র মালিক আবিদকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া ফুটপাতের মোদাচ্ছেরকে (৪০) পচা খেজুর বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ‘আমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’র মালিক আব্দুর ছাত্তার সরদারকে (৪৫) দোকানে ঢুকতে বাধা দেয়ায় ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।
ডিএমপির এই ভেজালবিরোধী অভিযান রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৪, ২০১৮)