দ্য রিপোর্ট ডেস্ক:  আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশের জাতীয় সংগীতে ঠোঁট মেলাননি কয়েকজন ক্রিকেটার।

এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সে ম্যাচে বাংলাদেশের হারে সমালোচনা আরো জোরালো হয়ে ওঠে। এই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন ওপেনার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জাতীয় সংগীতে ঠোঁট মেলাতে না পারার ব্যাখ্যায় তামিম লিখেছেন, ‘রবিবারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ যারা টিভিতে দেখেছেন, এমন সমর্থকদের কেউ কেউ হয়তো ভুল বুঝতে পারেন। জাতীয় সংগীত বাজানোর সময় বাংলাদেশের দলের কজন খেলোয়াড়ের মুখে বিভ্রান্তির ছায়া দেখে। এটা আসলে ভুল-বোঝাবুঝি। আসলে কোনো কারণে মাঠ থেকে বাংলাদেশের জাতীয় সংগীত ঠিকমতো শোনা যাচ্ছিল না। আমরা অপেক্ষা করছিলাম। অথচ জাতীয় সংগীত শুরু হয়ে গেছে, টিভিতে দর্শকরা শুনেছেন।’

শুধু তামিম নয়, একই রকম স্ট্যাটাস দিয়েছেন দলের আরেক সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহও। তাঁদের দাবি, জাতীয় সংগীতকে মোটেও অবমাননা করেননি তাঁরা।

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ, ৪৫ রানে। আফগানদের করা ১৬৭ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১২২ রানে। দলের কোনো ব্যাটসম্যানই খুব একটা সাফল্য পাননি।

মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আর বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে লড়বে দুই দল।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৪, ২০১৮)