টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই রাতে
দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (৫ জুন) মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় হারে এ মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। তাই সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা নেই সাকিব বাহিনীর।
প্রথম ম্যাচে আফগানদের কাছে ৪৫ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদ-শামিউল্লাহ শেনওয়ারির ব্যাটিং নৈপুণ্যে ১৬৭/৮ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ১২২ রানে অলআউট হয় সফরকারীরা।
বাংলাদেশের এ হারের নেপথ্যে বড় প্রভাব ছিল আফগানিস্তানের দুই স্পিন মায়েস্ত্রো রশিদ খান ও মুজিব-উর-রহমানের। দ্বিতীয় ম্যাচেও তারাই হতে পারেন ম্যাচের নিয়ামক।
এ ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে আফগানিস্তান। অর্থাৎ জয়ের ছন্দ ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই আফগানরা মাঠে নামতে পারে।
তবে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। জয় পেতে মরিয়া টাইগার একাদশে একাধিক রদবদল ঘটতে পারে। জয় ভিন্ন কিছু ভাবছেন না দলপতি সাকিব আল হাসান। ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মুখিয়ে তিনি।
গেল ম্যাচে তিন বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) দুর্বলতা দেখা গেছে বাংলাদেশের। আত্মবিশ্বাসের ঘাটতি ছিল শারীরিক ভাষাতেও। জয় পেতে হলে এসব কাটিয়ে উঠতে হবে তামিম-মুশফিকদের।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৪, ২০১৮)