জয়পুরহাট প্রতিনিধি: জেলার সদর উপজেলায় বজ্রপাতে রুমকি পাহান (৩০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

উপজেলার তাজপুর গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রুমকি জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের সুজন পাহানের স্ত্রী।

আহতরা হলেন- বড়তাজপুর গ্রামের দীলিপের স্ত্রী সুমারি (৩৫) একই গ্রামে শুশীল সর্ব স্ত্রী সুমিতা (২৮)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টিপাতের সময় রুমকি ও তার দু’জন প্রতিবেশী মাঠে ধান কাটছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই রুমকির মৃত্যু হয়। এ ঘটনায় রুমকির সঙ্গে থাকা সুমারি ও সুমিতা নামে আরও দু’জন প্রতিবেশী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৫, ২০১৮)