চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরে পুলিশের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস মিজি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০৩ পিচ ইয়াবা, ১টি পাইপগান, ২টি তাজা গুলি, ২টি ছুরি, ১টি চাপাতি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাত দেড়টায় শহরের স্টার আলকায়েদ জুট মিল সংলগ্ন বালুর মাঠে এ বন্দুকযুদ্ধ হয়।

এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লা গণমাধ্যমকে জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ইউনুস ও তাঁর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে ইউনুস নিহত হয়। ইউনুস মিজি পুরানবাজার মধ্য শ্রীরামদি বৌবাজার এলাকার আব্দুর মজিদ মিজির ছেলে। বর্তমানে লাশটি পুরানবাজার পুলিশ ফাঁড়িতে রয়েছে। ময়না তদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৬, ২০১৮)