কর্ণফুলীতে নিখোঁজ জাহাজের ক্যাপ্টেনের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের কণর্ফুলী নদীতে সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভানিয়া জাহাজ থেকে পড়ে নিখোঁজ ক্যাপ্টেন মার্কোপোলস ভেসিলিয়াসের (৫৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের সিসিটি-৩ এর জেটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন মার্কোপোলস ভেসিলিয়াস গ্রিসের নাগরিক। তিনি সাইপ্রাসের পতাকাবাহী ‘এমভি ইভানিয়া’ জাহাজের ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভানিয়া জাহাজের ক্যাপ্টেন মার্কোপোলস ভেসিলিয়াসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে সোমবার (৪ জুন) দিনগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর জেটি এলাকায় এমভি ইভানিয়া নামক জাহাজের ক্যাপ্টেন নকশা দেখার সময় কর্ণফুলী নদীতে পড়ে যান। পরে নিখোঁজ এ ক্যাপ্টেনকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দরের নিরাপত্তাকর্মীরা উদ্ধার কাজ চালান।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৬, ২০১৮)