ইবিএলের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৬ জুন) রাজধানীর পুলিশ কনভেনশন হলে প্রতিষ্ঠানটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩১ ডিসেম্বর, ২০১৭ অর্থবছরে তাদের শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম গাজিউল হকের সভাপতিত্বে এজিএমে ইবিএলের পরিচালক মীর নাসির হোসেন, এএম শওকত আলী, মো. শওকত আলী চৌধুরী, আনিস আহমেদ, মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, মুফাখ্খারুল ইসলাম খসরু, গাজী মো. সাখাওয়াত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৬, ২০১৮)