গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিলো স্টিভ রোডস হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। আর শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। এ ইংলিশ কোচকেই ২ বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব-তামিমদের দায়িত্বে থাকবেন তিনি। বৃহস্পতিবার রোডসের সঙ্গে আলোচনা করার পর এ ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার সকালেই ঢাকায় পা রাখেন রোডস। দুপুরে বিসিবি সভাপতির সঙ্গে নিজের কর্ম পরিকল্পনা উপস্থাপনা করেন তিনি। সংক্ষিপ্ত তালিকায় থাকা এই কোচের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাকে নিশ্চিত করেনবোর্ড প্রধান, ‘আপনারা হয়তো আগেই জেনেছেন স্টিভ রোডসের নাম, তিনি আমাদের টপ লিস্টে ছিলেন। গ্যারি কার্স্টেনের লিস্টেও ছিলেন। আজকে তার সঙ্গে আমরা কথা বলেছি। কথা বলে আমরা দুই পক্ষই সন্তুষ্ট। এখন থেকে বাংলাদেশের নতুন কোচ কোচ স্টিভ রোডস।’
রোডসকে কোচ বানানোর পেছনে যুক্তি তুলে ধরে পাপন আরও বলেন, ‘আমরা ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রোডসকে মূল কোচের দায়িত্ব দিয়েছি। আমরা আগেই এ নিয়ে কাজ করেছি। তিন জনের একটা লিস্ট ছিলো। সব কিছু আগেই নিশ্চিত ছিলো। সামনা সামনি আজকেই কথা বললাম। সবচেয়ে বড় কথা এখনই তাকে পাওয়া যাবে। ঈদের পর ২০ আগস্ট থেকে সে যোগ দিচ্ছে। আর সে বাংলাদেশের ক্রিকেট নিয়মিত ফলো করে। এটা বড় একটা ব্যাপার।’
কাউন্টি দল উস্টারশায়ারের দায়িত্ব পালন করা রোডসের খেলোয়াড়ি জীবন অবশ্য বর্ণাঢ্য নয়। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১ টেস্ট আর ৯ ওয়ানডে। খেলোয়াড়ি জীবনে নামডাক না থাকলেও কোচ হিসেবে রোডস অভিজ্ঞ। সাকিব আল হাসান উস্টারশায়ারে খেলার সময় সেখানকার ক্রিকেট ডিরেক্টর ছিলেন তিনি।
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৮,২০১৮)