দ্য রিপোর্ট ডেস্ক : নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাইলফলকের ম্যাচটা জয়ে রাঙিয়েছেন। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (৭ জুন) রাতে ঘরের মাঠে পর্তুগালের বড় জয়ে জোড়া গোল করেছেন পিএসজির উইঙ্গার গনসালো গুইডেস। অন্য গোলটি করেছেন স্পোর্টিং সিপির মিডফিল্ডার ব্রুন ফার্নান্দেস।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর এদিনই প্রথম কোনো ম্যাচ খেলতে নামেন রোনালদো। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে ছাড়া গত শনিবার প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল পর্তুগাল।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত খেলেও গোল করতে পারেননি রোনালদো। তবে ৩৭ মিনিটে ফার্নান্দেসের করা দলের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

এর আগে ১৭ মিনিটে পর্তুগালকে লিড এনে দিয়েছিলেন গুইডেস। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তাতে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

পর্তুগাল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে স্পেন, মরক্কো ও ইরানের বিপক্ষে খেলবে। ১৫ জুন সোচির অলিম্পিক স্টেডিয়ামে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদো, পেপেদের বিশ্বকাপ অভিযান।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৮, ২০১৮)