শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজ চালুর চিন্তা করছে সরকার
দ্য রিপোর্ট ডেস্ক : শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজ বাজারে চালুর চিন্তা করছে সরকার। পাশাপাশি সঞ্চয়পত্র ব্যবস্থাপনায় অধিকতর শৃঙ্খলা আনয়নের দিক নিয়েও কাজ করা হচ্ছে বলে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এমন কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে উত্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিভিন্ন ধরনের সিকিউরিটিজ ব্যবহারের মাধ্যমে বন্ড মার্কেটের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। এ দিকে লক্ষ্য রেখে আমরা ফ্লটিং রেট ট্রেজারি বন্ড চালু করেছি। এ বিষয়ে ইতোমধ্যে গাইডলাইন ও নির্দেশিকা জারি করা হয়েছে।
তিনি বলেন, লক্ষ্য করার বিষয় হলো ব্যাংকিং শিল্পে ইসলামী ব্যাংকিং এর হিস্যা প্রায় ২০ শতাংশ হলেও এখনও শরীয়াভিত্তিক কোন সিকিউরিটিজ এর প্রচলন করা হয়নি। বর্তমানে আমরা শরীয়াভিত্তিক সিকিউরিটিজ প্রচলনের বিষয়ে চিন্তাভাবনা করছি।
এছাড়া, সঞ্চয়পত্র ক্রেতাদের তথ্যভান্ডার প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্রের সাথে এর সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রম সম্পন্ন হলে সঞ্চয়পত্র ব্যবস্থাপনায় অধিকতর শৃঙ্খলা আনয়ন সম্ভব হবে।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৮, ২০১৮)