চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এনজিএস সিমেন্টের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নয়জন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এর মধ্যে একজনের নাম নারগিস আকতার (৩৫)। বাকি দুইজনের এখনো পরিচয় জানা যায়নি। এরমধ্যে একজন ২৮ বছর বয়সী পুরুষ ও অপরজন নারী।
তিনি জানান, নয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- আবদুস সাত্তার (৪০), ইমরান (৬), আবদুর রহমান (৪০), অনীল বড়ুয়া (৫০), শারমিন (২৩), রিগান (৩৩), সিফাত (১৬) ও দিদারের (৩০) পরিচয় মিলেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৮, ২০১৮)