চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।
সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতকানিয়ার আবদুর রাজ্জাক (৩৫) এবং ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারী।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীমউদ্দিন জানান, সকাল ৭টার দিকে ওই এলাকায় কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক নারীসহ দুজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় পাঁচ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৯, ২০১৮)