ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাংশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন চারজন।
শনিবার দক্ষিণ দিল্লির ছাতারপুরের এই ঘটনায় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন। দিল্লি পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। খবর এনডিটিভি, আউটলুক ইন্ডিয়া।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে নিহতরা ছিলেন রাজেশ ভারতী অপরাধী গোষ্ঠীর লোক। ওই বন্দুকযুদ্ধে রাজেশ ভারতীও নিহত হয়েছেন।
এর আগে ভারতীর জন্য এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল দেশটির সরকার। রাজেশ ভারতীর বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। সম্প্রতি হরিয়ানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে ছিলেন তিনি।
পুলিশ আরও জানায়, বন্দুকযুদ্ধে রাজেশ ভারতীর পাশাপাশি বিদ্রোহ, উমেশ ডন এবং ভিখু নামের অপর তিন জন নিহত হয়েছেন। দলবলসহ ভারতী ছাতারপুরে আসতে পারে এমন খবরের ভিত্তিতে গত দুই-তিন মাস ধরে ওই এলাকার একটি খামারের ওপর নজর রাখছিল পুলিশের স্পেশাল সেলের সদস্যরা।
অনেকগুলো হত্যা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ছিলেন নিহতরা।
পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অভিযুক্তরা গুরুতরভাবে আহত হবার পর তাদের হাসপাতালে নেয়া হয়। আর হাসপাতালেই তাদের মৃত্যু হয়।
ভারতী, বিদ্রোহ এ দুই ব্যক্তির জন্য মাথাপিছু এক লাখ রুপি করে পুরস্কার ঘোষণা করা ছিল। আর উমেশের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার রুপি।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৯, ২০১৮)