ভুলত্রুটি থাকলে সংশোধন করা হবে: নাসিম
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ভুলত্রুটি থাকলে আমরা সংশোধন করছি, করব। কিন্তু আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেন বিজয়ী হয়, সেজন্য আমাদের সমর্থন করবেন, সাহায্য করবেন।’
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মদ নাসিম।
শনিবার রাজধানীর ধানমণ্ডিতে গণআজাদী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আকাশ জয় করেছি। আমরা সমুদ্র জয় করেছি। আজকে কৃষি ক্ষেত্রে মডেল, স্বাস্থ্য ক্ষেত্রে মডেল, বিদ্যুৎ সমস্যা সমাধানসহ সব ক্ষেত্রে আমরা এগিয়ে রয়েছি। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া পেছানো যাবে না।
একই সঙ্গে বিগত জোট সরকারের দুর্নীতি-লুটপাটের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় গেলে দেশ সব দিক থেকেই পিছিয়ে যাবে। তাই দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৯, ২০১৮)