দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর প্রিয়জনের সঙ্গে উদযাপন করতে নাড়ির টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। তবে শুরুতেই ট্রেনযাত্রীদের পড়তে হচ্ছে শিডিউল ভোগান্তিতে।

রবিবার (১০ জুন) সকালে ঈদযাত্রার প্রথম ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায়নি ঠিক সময়ে।

সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুনন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি ৫০ মিনিট দেরিতে যাত্রা করে খুলনার উদ্দেশে।

তবে ঘরমুখো হাজারো মানুষ নিয়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়।

তবে এ নিয়ে যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীরা যানান, সড়ক পথের বেহালদশা থেকে বাঁচতে ট্রেনে আসা, এখানেও ভোগান্তি। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়লে সবাই উপকৃত হতো।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১০, ২০১৮)