দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে বিপুল পরিমাণ মাদকসহ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

শনিবার (৯ জুন) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুলাল হাকিমপুর উপজেলার চকচকা গ্রামের বাসিন্দা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ গণমাধ্যমকে জানান, রাত দুইটার দিকে উপজেলার মহেশপুর ঘাট এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে দুলালকে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ সেখান থেকে ৫২ বোতল ফেনসিডিল, ১৫০টি ইয়াবা এবং একটি ধারালো অস্ত্র জব্দ করে। রাতে দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

তিনি আরও জানান, দুলালের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকের চারটি মামলা রয়েছে। সে উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১০, ২০১৮)