দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কলেজগেটে এক তরুণীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি মাহমুদুল হক রনিকে তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিন রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রনিকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন। শুনানি নিয়ে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এক তরুণীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণের অভিযোগে শনিবার রাত ২টার দিকে রাজধানীর কলেজগেটে মাহমুদুল হক রনিসহ দুই যুবককে গণপিটুনি দেয় পথচারীরা। পরে মদ্যপ অবস্থায় রনিকে সোপর্দ করা হয় পুলিশে। ফারুক নামে অভিযুক্ত অপর যুবক পালিয়ে যায়।

এ ঘটনায় রনি ও তার গাড়ি চালকের বিরুদ্ধে রবিবার রাতে শেরেবাংলা নগর থানায় ধর্ষণের মামলা করেন এক তরুণী। পরে এ মামলায় রনিকে গ্রেফতার দেখায় পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১১, ২০১৮)