ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
![](https://bangla.thereport24.com/article_images/2018/06/13/dha-tan-912-46667389-696x439.jpg)
মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকামুখী মেঘনা সেতু থেকে ভাটেরচর পর্যন্ত সাত কিলোমিটার এবং কুমিল্লাগামী ভবেরচর থেকে দাউদকান্দি পর্যন্ত ছয় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
বুধবার (১৩ জুন) ভোর থেকে গাড়ির অতিরিক্ত চাপ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে গজারিয়ার ভাটেরচর থেকে যানজটের তীব্রতা বেশি।
ঢাকা থেকে কুমিল্লাগামী লেনে ধীরগতিতে গাড়ি চললেও ঢাকামুখী যানবাহন অনেকটা স্থবির হয়ে পড়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, গজারিয়া ভাটেরচর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ঢাকামুখী গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। গজারিয়ার ভাটেরচর এলাকা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়িই যানজটের প্রধান কারণ।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৩, ২০১৮)