রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুস সাত্তার সাক্কু (৫৫), আবুল কালাম (২৫) ও সোলেমান (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি নাইটকোচ রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল বাসটিকে অতিক্রমের সময় ধাক্কা লেগে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে দুইজন ও কাউনিয়া হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। তারা তিনজন ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কাউনিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৪, ২০১৮)