২০১৮ বিশ্ব কাপ
গুগল ডুডল উদযাপন করছে রাশিয়ায় বিশ্বকাপের কিক-অফ
দ্য রিপোর্ট ডেস্ক: গুগলের এক শৈল্পিক অভিব্যক্তি হল গুগল ডুডল, যা আমরা প্রত্যক্ষ করতে পারি সার্চ ইঞ্জিনের হোমপেজে।
সারা বিশ্ব জুড়ে ৩২ টি দল এই রণক্ষেত্রে অংশ নিতে চলেছে।জুলাইয়ের ১৫ তারিখ এই খেলা শেষ হবে, আর বৃহস্পতিবার থেকেই একজন শিল্পী প্রতিটা অংশগ্রহণকারী দেশের কথা মাথায় রেখে নিজের কলার বিন্যাস শুরু করে দিয়েছেন।
রাশিয়ার ১১ টি শহর জুড়ে ১২ টি স্থানে এই খেলার আয়োজন করা হয়েছে।গত বছরের চ্যাম্পিয়ান দল সহ ২০ টি দল এই বিশ্বকাপে অংশ নিতে চলেছে যদিও আইসল্যান্ড এবং পানামা এই বছরের নতুন সংযোজন।
২০১৮ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল জাতীয় সঙ্গীত দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। রাশিয়ার মস্কোতে
লুঝনিকিস্টেডিয়াম-এ রাশিয়া ও সৌদি আরব একে অপরের মুখমুখী হতে চলেছে।
গুগল যখন ডুডল বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, ১৯৯৮ সালের ২০ আগস্ট ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের দ্বারা প্রথমবার বার্ণিং ম্যান ফেস্টিভালের স্মরণ করা হয়, যেখানে তাঁরা উভয়েই উপস্থিত ছিলেন।যারা নিয়মিত গুগল ব্যবহার করেন, তারা ডুডল দেখে অবশ্যই তাঁদের অনুপস্থিকে স্মরণ করে ।
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ১৪, ২০১৮)