শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত রুহুল আমীন বাঘা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন বাঘা উপজেলার চর বিষুগাঁও গ্রামের মোসলেম বাঘার ছেলে।

শরীয়তপুর জেলা পু‌লিশ সুপার (এসপি) আব্দুল ‌মোমেন জানান, শুক্রবার ভোরে গোসাইরহাট উপজেলার নাগেরপারা ইউনিয়নের ভদ্রচাপ গ্রামের একটি নির্জন জায়গায় ইয়াবাসহ মাদক বেচাকেনা করছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে অভিযান চালায়।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি রাইফেল উদ্ধার করেছে। পরে ঘটনাস্থলে রুহুল আমীন বাঘাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এসপি জানান, নিহত রুহুল আমীন বাঘা এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলাসহ ৬টি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৫, ২০১৮)