দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ জুন) ঈদের দিন সকাল ৯টা ৫০ মিনিট থেকে গণভবনে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়। এখনও দলীয় নেতা-কর্মীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম. মতিয়া চৌধুরী, কর্নেল (অব) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মি আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এসময় উপস্থিত সবাইকে সেমাই, ফিরনি, মিষ্টি, সমুচা, ঝাল পেটিস ও আম দিয়ে আপ্যায়ন করা হয়।