মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম গ্রেফতার
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমকে (৩০) গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
সদর উপজেলার সামনের একটি চায়ের দোকান থেকে শনিবার বেলা পৌনে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট কল্লল জানান, ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সব মামলায় জামিনে থাকলেও কোন অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন হোসেন জানান, বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এসআই/এমএসআর/জুন ১৬, ২০১৮)