ভারতে বাস উল্টে নিহত ৬, আহত ৩৮
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিম মেদিনীপুরের লালগড়ে বাস উল্টে ৬ জন নিহত এবং কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার দুপুরে প্রায় ৬০-৭০ জন যাত্রী নিয়ে বাসটি শালবনির বয়লা থেকে বেলপাহাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার।
পুলিশ জানিয়েছে, বেলপাহাড়ি একটি আদিবাসী সম্মেলনে যোগ দিতে যাচ্ছিল বাসটির যাত্রীরা। লালগড়ের ঝিটকায় একটি বনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। উল্টে গিয়ে পাশের একটি খাদে পড়ে। এসময় ছাদে বসে থাকা কয়েকজন নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের।
স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ একটা বিকট শব্দ শোনা যায়, তারপর আর্তনাদ। ছুটে গিয়ে দেখেন একটি বাস উল্টে খাদে গিয়ে পড়ে আছে। আশপাশের লোকজনও ততক্ষণে ছুটে যান। তারা শুরু করে দেন উদ্ধারকাজ।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে দেয়। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৬, ২০১৮)