আমরা সংগ্রামে জয়ী হব: আমীর খসরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের নির্ভরশীলতা বাংলাদেশের জনগণের ওপর। কোনও দেশ বা রাষ্ট্রীয় কোনও সংস্থার ওপর আমাদের নির্ভরশীলতা নাই। আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।’
রবিবার চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আরও বলেন, ‘যেসব দল রাষ্ট্রীয় সংস্থার ওপর নির্ভরশীল, অন্য দেশের ওপর নির্ভরশীল, সে দলগুলো অস্থায়ীভাবে হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবে; কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতে পারবে না। আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ জনগণ আমাদের সাথে আছে।’
রবিবার চট্টগ্রামে নিজ বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘সরকার যে নির্বাচন দিতে চায়, তাতে জনগণ ভোট দিতে পারবে না। তাই চলমান রাজনৈতিক সংকট কাটাতে আন্দোলনের মাঠে নামার বিকল্প নেই।’
নোমান আরও বলেন, ‘সামনে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু যে নির্বাচন এ সরকার করতে চায়, সে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। ব্যালট ছিনতাই হবে। এর থেকে বাঁচতে হলে সহায়ক সরকার দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার।’
একই সময় নগরীর একটি কমিউনিটি সেন্টারে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৭, ২০১৮)