সাঈদীর প্যারোলে মুক্তির আবেদন
দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।
সোমবার (১৮ জুন) ভোরে তার ছোট ভাই হুমায়ন কবির সাঈদী (৫৭) মারা যাওয়ায় জানাজায় অংশ নিতে এ আবেদন করা হয়েছে।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীর ছেলে মাসুদ সাঈদী গণমাধ্যমকে জানান, সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চাচা হুমায়ন কবির সাঈদী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার আগে জানাজা নামাজ বাবাকে (দেলাওয়ার হোসাইন সাঈদী) পড়ানো নছিয়ত করে গেছেন।
তিনি আরও বলেন, বাবার প্যারোলে মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ১৮, ২০১৮)