নাটোরে স্ত্রী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রী রেজিনা পারভিন রুপালীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ জুন) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রুপালীর স্বামী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার দক্ষিণ নগরাজপুর পচাবাড়িয়া এলাকার শাহ জামান মানিকের ছেলে শাহমিম হোসেন (৩২) ও তার বন্ধু একই উপজেলার ধর্মপুর গাংগইলহাট এলাকার নুর ইসলামের ছেলে রমিজুল আলম (৩০)।
রেজিনা পারভিন রুপালী লালমনিরহাট জেলার সদর উপজেলার ধুমেরকুটি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২১, ২০১৮)