৩ সিটিতে বিএনপির ৫ প্রার্থীর মনোনয়ন জমা
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার (২১ জুন) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দেন। এরপর বরিশাল বিভাগ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও আলী হায়দার বাবুল মনোনয়নপত্র জমা দেন। আর বেলা সাড়ে ১১টায় সিলেটের রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়ন জমাদান শেষে রিজভী সাংবাদিকদের বলেন, এরই মধ্যে পাঁচজন দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি যাঁরা আছেন, তাঁরা বিকেল ৪টার মধ্যে জমা দেবেন।
ধানের শীষের সমর্থন পেতে বরিশালের মেয়র আহসান হাবীব কামাল ছাড়াও দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সিলেটে আরিফুল হক চৌধুরী ছাড়া মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা। আজ বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। রাতে গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যশীদের সাক্ষাৎকার হবে। এর পর দলীয় প্রার্থী ঠিক করা হবে।
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
২০১৩ সালে একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের হারিয়ে মেয়র নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২১, ২০১৮)