দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবারে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন অন্তত আটজন। দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিনহুয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশটির মধ্য প্রদেশ রাজ্যের মোরেনা জেলার পুলিশ সুপার অমিত সাংঘির উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ট্রাক্টরটি একটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ২০জন যাত্রীবাহী গাড়ীটি গঞ্জরমপুর গ্রাম অতিক্রম করছিল।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮ জন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই গওয়ালিয়র জেলার।

পুলিশ সুপার অমিত সাংঘি জানান, এরই মধ্যে ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২১, ২০১৮)