নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় ট্রাক ও চার্জারভ্যানে সংঘর্ষে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার গোডাউন পাড়ার মোড়ে শুক্রবার (২২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে সালাম (২৪) এবং ভোলা জেলার বড়চর সামাইয়া গ্রামের সিদ্দিকী বেপারীর ছেলে হিরো (৩০) ।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহবলেন, সকালে নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহারদিয়ে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল।এসময় সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানে থাকা দুজন আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

পরে তাদের লাশ উদ্ধার করা হয়। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এআর/এমএসআর/জুন ২২, ২০১৮)