নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই সন্তানকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ভোরে রায়পুরা পৌর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজল মোল্লা (৩২) ও তার দুই সন্তান কাকলী আক্তার (৮) এবং সোয়ান মোল্লা (৫)।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা জানান, কাজল প্রায় তিন বছর ধরে তাদের বাড়িতে থাকেন না। সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটো রিক্সা চালাতেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন খোঁজখবর নিতে।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে কাজল তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসে এবং সকলের সাথে দেখাশুনা করে সন্ধ্যার পর চলেও যায়। কিন্তু শুক্রবার সকালে তাদের বাড়ির খানিকটা দূরে কাজল তার দুই সন্তানকে হত্যা করে এবং পরে সে আত্মহত্যা করেছে বলে খবর পাই।

সামসু বলেন, এ খবরে ছুটে গিয়ে দেখি বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে কাকলী ও সোয়ানের লাশ পড়ে আছে এবং একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থা কাজলের লাশ ঝুলে আছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, অভাব অনটনের ফলে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব এ হত্যা ও আত্মহত্যার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২২, ২০১৮)