আপিলের সার সংক্ষেপ জমা দেওয়ার সময় বাড়লো
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ আগামী ৫ নভেম্বরের মধ্যে এটি জমা দেওয়ার নির্দেশ দেন।
এ দিন রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
ইকরামুল হক টুটুল সাংবাদিকদের বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষের আপিলের সারসংক্ষেপ জমা দেওয়া হয়েছে। আজ আসামিপক্ষকে চার সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। তাদের আগমী ৫ নভেম্বরের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।
অপরাধ বিবেচনায় ‘সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য’ হলেও ‘বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায়’ গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরে ৫ অগাস্ট বেকসুর খালাস চেয়ে দণ্ডের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম। অন্যদিকে, সর্বোচ্চ শাস্তি চেয়ে ১২ অগাস্ট আপিল করে রাষ্ট্রপক্ষ।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, সহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়া- এই পাঁচ ধরনের অপরাধের প্রতিটিই প্রমাণিত হয়েছে জামায়াতে ইসলামীর মুক্তযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে।
(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)