দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় একটি ক্লিনিকে এসি বিস্ফোরণে চিকিৎসকসহ দু’জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রাজধানীর শিকদার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নজরুল হুদা (৪৫) এবং সাভারের একটি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক (৫০)। তাদের দুজনের বাসা মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে।

হাসপাতালে দগ্ধ চিকিৎসক নজরুল হুদা জানান, মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে তার সৈয়দ ডেন্টাল নামে একটি ক্লিনিক আছে। সন্ধ্যায় সেখানে দাঁতের চিকিৎসা করাতে আসেন মাহবুবুল হক।

রাতে দাঁতের চিকিৎসা করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, নজরুল ইসলামের মুখ ও দুই হাত ঝলসে গেছে। আর মাহবুবুল হকের দুই হাত, মুখ ও মাথা ঝলসে গেছে। তাদেরকে ভর্তি করা হয়েছে।

আদারব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ জানান, ক্লিনিকের এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৪, ২০১৮)