সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ছাতক উপজেলায় ফারুক আহমেদ (৪৫) নামে এক নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারুক আহমেদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ইউনিয়নের মইশারপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

ফারুকের স্বজনদের দাবি, তিনি শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। যদিও পুলিশ বলছে, শনিবার রাত থেকে আওয়ামী লীগ নেতা নিখোঁজ ছিলেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, রবিবার সকালে লোকজন স্থানীয় পাটনা বিলে ফারুক আহমেদের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে নুরুল ইসলাম (৪০) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম রাজনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, রবিবার সকালে স্থানীয়রা খরচার হাওরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুজনের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৪, ২০১৮)