দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের নতুন রাষ্ট্রদূত চোপ লাল ভুসাল।

চোপ লাল ভুসাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করনে।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, নেপালী রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল- বিবিআইএন মোটরযান চলাচল চুক্তির বিষয়েও আলোচনা হয় বলে জানান প্রেস সচিব। ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ১৯৬৫ সালে ভারতের সঙ্গে বন্ধ হওয়া রুটগুলো খোলা হচ্ছে।’ আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে রেলপথের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয় বলে জানান ইহসানুল করিম। নেপালের রাষ্ট্রদূত জানান, তার দেশের ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সামর্থ্য রয়েছে। নেপালের ভূমিকম্পের পর বাংলাদেশের সহায়তার কথাও স্মরণ করেন চোপ লাল ভুসাল।

মুখ্য সচিব মো. নজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৪, ২০১৮)