খুলনায় চিংড়ি ঘেরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
খুলনা ব্যুরো : খুলনার আড়ংঘাটা থানার একটি চিংড়ি ঘের থেকে ৫০ বছরের অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
খুলনা মেট্রেপলিটন পুলিশের মুখপাত্র এডিসি সোনালী সেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে। আড়ংঘাটার বরইতলা হাইওয়ে সড়কের সামান্য দুরে একটি চিংড়ি ঘেরে ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এই সময়ে লাশটি বিবস্ত্র অবস্থায় ছিল।
তিনি আরো জানান, লাশটি দুই ভুরুর মাঝে এবং উরুসহ বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে।
আড়ংঘাটা খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রেজাউল করিম জানান , এলাকাবাসী কেউ লাশটিকে সনাক্ত করতে পারেনি। তাদের ধারনা লাশটি হয়তা এই ঘেরে এনে ফেলে রেখে যাওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৫, ২০১৮)