দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : নির্দলীয় সরকারের দাবিতে আবারও টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।


গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকেলে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কর্মসূচি ষোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর টানা ৭২ ঘণ্টার হরতাল আহবান করা হয়েছে। এর আগে প্রথম দফায় ২৭ থেকে ২৯ অক্টোবর, দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ নভেম্বর ৬০ ঘণ্টা হরতাল পালন করে ১৮ দল।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. রেদোওয়ান উল্লাহ সাহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব সালাউদ্দিন মতিন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা ফজলুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালেক চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মজলিশ মহাসচিব আহমেদ আব্দুল কাদের, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তাফা ভূইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, ন্যাপ ভাসানীর মহাসচিব হাসনাত খান ভাসানী, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আব্দুর রশিদ প্রধান, ডেমোক্রেটিক লীগের যুগ্ম মহাসচিব খোকন দাস, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এইচএসএম/নভেম্বর, ০৮, ২০১৩)