যশোর অফিস: দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে বন্দরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আমদানি পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে ট্রাকটিতে থাকা পণ্য। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত ৩ জুন বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে অগ্নিকান্ড ঘটে। আর গতবছর এ বন্দরের ২৫ নং শেডে আগুন লেগে প্রায় দেড়শ কোটি টাকার মালামাল পুড়ে যায়।

এ ঘটনার বছর না ঘুরতেই ফের বন্দরে আগুন লাগার ঘটনায় শংকিত আমদানিকারকসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। ২০১৬ সালের ২ অক্টোবরও বন্দরের ২৩ নং শেডে ঘটেছিল ভয়াবহ অগ্নিকান্ড।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৬,২০১৮)