এর আগে গত ৩ জুন বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে অগ্নিকান্ড ঘটে। আর গতবছর এ বন্দরের ২৫ নং শেডে আগুন লেগে প্রায় দেড়শ কোটি টাকার মালামাল পুড়ে যায়।
এ ঘটনার বছর না ঘুরতেই ফের বন্দরে আগুন লাগার ঘটনায় শংকিত আমদানিকারকসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। ২০১৬ সালের ২ অক্টোবরও বন্দরের ২৩ নং শেডে ঘটেছিল ভয়াবহ অগ্নিকান্ড।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৬,২০১৮)