ইয়েমেনে বিমান হামলায় হুতি কমান্ডার নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : আরব জোটের বিমান হামলায় ইয়েমেনের হাজ্জাহপ্রদেশের হার্দফ্রন্টে কয়েক ডজন হুতি যোদ্ধার সঙ্গে এক কমান্ডারও নিহত হয়েছেন।
নিহত হওয়া ওই কমান্ডারের নাম আবদেল রাজাক আবদুল্লাহ আলি আল নামি। তবে তিনি আবু আহমাদ নামে পরিচিত ছিলেন।
আল আরাবিয়া জানিয়েছে, বিভিন্ন ফ্রন্টে পরাজয়ের কথা গোপন রাখার কৌশল অবলম্বন করেছেন হুতিরা। সম্প্রতি সরাসরি যুদ্ধে কয়েকশ হুতি কমান্ডার নিহত হয়েছেন।
হার্দফ্রন্টে হুতি যোদ্ধাদের নেতৃত্বে ছিলেন তিনি। সেখানে সরকারি বাহিনী ও হুতিদের বিরুদ্ধে লড়াই ক্রমাগত বেড়েই চলছে।
তবে আবু আহমাদ কবে নিহত হয়েছেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি হুতি বিদ্রোহীরা।
তবে সূত্র জানিয়েছে, তিনি প্রায় মাসখানেক আগে নিহত হয়েছেন। যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতে হুতিরা এতদিন এ তথ্য গোপন রেখেছিলেন।
১০ দিন আগে আবু আহমাদের ভাই রাদওয়ানও নিহত হন।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৬, ২০১৮)