গড়াই নদীতে জেলেদের জালে যুবকের লাশ
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে জেলেদের জালে উঠে এসেছে অজ্ঞাত এক যুবকের লাশ।
মঙ্গলবার (২৬ জুন) সকালে উপজেলার হিজলাবটে গড়াই নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে গড়াই নদীতে জেলেদের সুতি জালে অজ্ঞাত এক যুবকের লাশ আটকে যায়। পরে জেলেরা পুলিশে খবর দেয়।
খোকসা থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের গলা ও হাত-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে জিন্সের ফুলপ্যান্ট ও হালকা ঘিয়ে রঙের পাঞ্জাবি ছিল।
লাশটি অর্ধগলিত হওয়ায় মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যু কারণ জানা যাবে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৬, ২০১৮)