প্রধান বিচারপতির পিতার ইন্তেকাল
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পিতা অ্যাডভোকেট সৈয়দ মোস্তাফা আলী (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বাদ এশা রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজের টিপটপ মসজিদে সৈয়দ মোস্তাফা আলীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি কুমিল্লায় দাফন করা হবে।
গত ৩ ফেব্রুয়ারি বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথের দিন হুইল চেয়ারে করে সৈয়দ মোস্তাফা আলী ছেলের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৬,২০১৮)