দ্য রিপোর্ট ডেস্ক: ২০০টি কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেয়া ও অনিয়ম নিয়ে বিএনপির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “এর থেকে ভালো এবং ফ্রি-ফেয়ার ইলেকশন সম্ভব নয়। ”

বিএনপি অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাতে থাকবে অভিযোগ করে ওবায়দুল কাদের অভিযোগ বলেন,এটা তাদের পুরোনো অভ্যাস।

“বিএনপি ছাড়া অন্য কোন দল নির্বাচন নিয়ে অভিযোগ করেনি।”

“এখন পর্যন্ত সহিংসতার কোন ঘটনা ঘটেনি” দাবি করে তিনি বলেন,এতেই প্রমাণিত হয় নির্বাচন সুষ্ঠু হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ৪২৫টির মধ্যে ৯টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে কাউন্সিলর প্রার্থীদের দ্বন্দ্বের কারণে, এছাড়া অন্য কোন ফ্যাক্টর নেই।

“অাওয়ামী লীগ কথা রেখেছে, যে কোন মূল্যে নির্বাচন নিরপেক্ষ করার।”

মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্তগাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।

ভোট নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও কোনো রকম সহিংসতা ছাড়াই শেষ হয় নির্বাচন। তবে অনিয়মের কারণে ৭টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভীগাজীপুর সিটি নির্বাচনে দুই শতাধিক ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন।

অপরদিকে,অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন,অহেতুক সরকারকে দায়ী করে অাত্মপ্রবঞ্চনায় বিরোধীতা করছে বিএনপি। গণতন্ত্রের যাত্রাকে ব্যহত করে অাবারো অগণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাচ্ছে বিএনপি।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২৬, ২০১৮)