গাজীপুরে বড় ব্যবধানে জয়ের পথে আওয়ামী লীগের জাহাঙ্গীর
দ্য রিপোর্ট ডেস্ক: গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে ভোট গণনার ফলাফল আসছে। অনানুষ্ঠানিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকারের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম।
এ পর্যন্ত পাওয়া তথ্যে ২৬২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এসব কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৮৬৫০৩ টি ভোট আর বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১৩৪৪৯৩ টি ভোট।
গাজীপুরে দলীয় প্রতীকে প্রথমবারের মতো নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৭ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটার ছিলো ১১ লাখ ৩৭ হাজার।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিলো ভোটারদের লম্বা লাইন। ভোট সুষ্ঠু করতে ৪শ’২৫টির মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ও ভিডিপি’র ২৪জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে সশস্ত্র পাহারা দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬টিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে, ৯টি কেন্দ্র স্থগিত করা হয় বলে জানান ইসি সচিব। ইসি’র তথ্যানুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো প্রায় ৬৫ শতাংশ।
আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এই সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট দিয়েছেন গাজীপুর নগরবাসী। ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন মহিলা ভোটার।
৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন ও সংরক্ষিত ১৯ মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪জন এবং মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৬, ২০১৮)