বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা
দ্য রিপোর্ট ডেস্ক : খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (২৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলি ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর ২৪.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিও হয়েছে রংপুরে ৭৩ মিলিমিটার।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৭, ২০১৮)