রণবীরের ছবিতে দীপিকার কমেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউডে এখন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে একটু কম খবরই হচ্ছে। এই কয়েকদিন আগেও শুধু বড় বড় অক্ষরে দীপ-বীরের খবরই বেশি ছাপানো হতে। এবার শৈশবের একটি ছবি শেয়ার করলেন রণবীর, আর তাতে কমেন্টও করেছেন দীপিকা। যা নিয়ে আবারো খবরে আসলেন দুই তারকা। কিন্তু কি কমেন্ট করলেন দীপিকা?
ইনস্টাগ্রামে ছোট বেলার একটা ছবি শেয়ার করেছিলেন রণবীর। সে ছবিতে রণবীরের অদ্ভুত একটা হেয়ার স্টাইল। কিন্তু সেই হেয়ার স্টাইল পছন্দ হলো না দীপিকার। আর তাই কমেন্টে দীপিকা শুধু ‘নোওওওওওওওওও’ লিখেছেন।
ছবিটি পোস্ট করে রণবীর লিখেছিলেন ‘অ্যাভান্ট গ্রেড সিন্স ১৯৮৫’।
সে ছবিতে নজর গিয়েছে প্রিয়ঙ্কা চোপড়ারও। আলিয়া ভট্ট থেকে রণবীর সিংহও লাইক করেছেন সেই ছবিটিতে। তবে দীপিকার কমেন্টই ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। ১০ নভেম্বর নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে। কিন্তু এ সব গুজবে কান দেওয়ার যেন সময়ই নেই তাদের।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৭, ২০১৮)