চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৩ সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার (২৭ জুন) রাত ১টার দিকে সদর উপজেলার চটিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে দুপুরে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হবে বলে জানান র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়। তারা তিনজনই জেএমবির সক্রিয় সদস্য।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৮, ২০১৮)