কুড়িগ্রামে অনুপ্রবেশকালে ১৯ বাংলাদেশি আটক
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীর ধর্মপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৭ জুন) রাত ১০টার দিকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার নং ৩ এসের পাশ থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের থানায় সোপর্দ করে বিজিবি।
বৃহস্পতিবার (২৮ জুন) সকালে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটকদের আদালতে সোপর্দ করে পুলিশ।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে সাতজন শিশু, ছয়জন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এদের বাড়ি ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা ও মধ্য রাবাইটারী এবং নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা গ্রামে।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৮, ২০১৮)