দ্বিতীয় পর্বের প্রতিপক্ষ ও সময়-সূচি’তে এক নজর
দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়া বিশ্বযজ্ঞের পর্দা উঠেছে ১৪ জুন, নামবে ১৫ জুলাই। বৃহস্পতিবার ঠিক হয়ে গেল দ্বিতীয় পর্বের ১৬ দল। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায় প্রথমপর্বের বড় অঘটন। খাদের কিনারা থেকে উঠে আসা গত আসরের রানার্সআপ আর্জেন্টিনার উতরে যাওয়াও শিরোনাম। সেখানে স্বাগতিক রাশিয়া দাপটেই নক আউটে এসেছে।
রাশিয়ার ১২টি স্টেডিয়ামে হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। আটটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে লড়েছে দলগুলো। প্রতিটি গ্রুপের সেরা দুদল গেল দ্বিতীয় পর্বে। যাকে বলা হয় নকআউট রাউন্ড। পরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হয়ে চ্যাম্পিয়ন পাবে ফুটবলবিশ্ব। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
নক আউটের ১৬ দল-
গ্রুপ চ্যাম্পিয়ন যারা: উরুগুয়ে, স্পেন, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সুইডেন, বেলজিয়াম, কলম্বিয়া
গ্রুপ রানার্সআপ যারা: রাশিয়া, পর্তুগাল, ডেনমার্ক, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, মেক্সিকো, ইংল্যান্ড, জাপান
দ্বিতীয় পর্বের সময়, সূচি-
ম্যাচ-৪৯: ৩০ জুন: ফ্রান্স-আর্জেন্টিনা (সোচি, রাত ৮টা)
ম্যাচ-৫০: ৩০ জুন: উরুগুয়ে-পর্তুগাল (কাজান, রাত ১২টা)
ম্যাচ-৫১: ১ জুলাই: স্পেন-রাশিয়া (লুঝনিকি, রাত ৮টা)
ম্যাচ-৫২: ১ জুলাই: ক্রোয়েশিয়া-ডেনমার্ক (নভগোরোদ, রাত ১২টা)
ম্যাচ-৫৩: ২ জুলাই: ব্রাজিল-মেক্সিকো (সামারা, রাত ৮টা)
ম্যাচ-৫৪: ২ জুলাই: বেলজিয়াম-জাপান (রোস্তভ, রাত ১২টা)
ম্যাচ-৫৫: ৩ জুলাই: সুইডেন-সুইজারল্যান্ড (পিটারসবার্গ, রাত ৮টা)
ম্যাচ-৫৬: ৩ জুলাই: ইংল্যান্ড-কলম্বিয়া (স্পার্টাক, রাত ১২টা)
কোয়ার্টার ফাইনাল
ম্যাচ-৫৭: ৬ জুলাই: জয়ী৪৯-জয়ী৫০ (নভগোরোদ, রাত ৮টা)
ম্যাচ-৫৮: ৬ জুলাই: জয়ী৫৩-জয়ী৫৪ (কাজান, রাত ১২টা)
ম্যাচ-৫৯: ৭ জুলাই: জয়ী৫৫-জয়ী৫৬ (সামারা, রাত ৮টা)
ম্যাচ-৬০: ৭ জুলাই: জয়ী৫১-জয়ী৫২ (সোচি, রাত ১২টা)
সেমিফাইনাল
ম্যাচ-৬১: ১০ জুলাই: জয়ী৫৭-জয়ী৫৮ (পিটারসবার্গ, রাত ১২টা)
ম্যাচ-৬২: ১১ জুলাই: জয়ী৫৯-জয়ী৬০ (লুঝনিকি, রাত ১২টা)
তৃতীয় স্থান নির্ধারণী
ম্যাচ-৬৩: ১৪ জুলাই: পরাজিত৬১-পরাজিত৬২ (পিটারসবার্গ, রাত ৮টা)
ফাইনাল
ম্যাচ-৬৪: ১৫ জুলাই: জয়ী৬১-জয়ী৬২ (লুঝনিকি, রাত ৯টা)
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ২৯,২০১৮)