বাহরাইনে লিফট থেকে পড়ে বাংলাদেশি নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : বাহরাইনের হিদ শহরের একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় লিফট থেকে পড়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক।
শুক্রবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহত শ্রমিকের নাম শাহ আলম টনিক (২২)। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে। তিনি সাজ্জাদ হোসেন চান্দার বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাহরাইনের হিদ শহরের আল গেদির কন্সট্রাকশন কোম্পানিতে বহুতল ভবনে কাজ করার সময় লিফট থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান শাহ আলম। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহতের পরিবার জানায়, তিন বছর আগে বিয়ে করেন শাহ আলম। তার ছয় মাস পর পরিবারে সচ্ছলতা আনার জন্য বাহরাইনে পাড়ি জমান তিনি।
নিহতের ফুফাতো ভাই বোরহান জানান, আমরা বাহরাইনে শাহ আলমের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, লাশ পুলিশ হেফাজতে নিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারেরর পক্ষ থেকে শাহ আলমের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারেরর কাছে আবেদন জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ৩০, ২০১৮)